۳ آذر ۱۴۰۳ |۲۱ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 23, 2024
আল্লাহর রসূলের (সা:) বানী
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আল্লাহর রসূল (সা:) বলেন, তিন ব্যক্তি সিদ্দীক: হাবীব নাজ্জার, হিযকীল, আলী ইবনে আবি তালিব যে তাঁদের সকল হতে উত্তম ও শ্রেষ্ঠ।

নবী(সা.)বলেছেন, “ তিন ব্যক্তি সিদ্দীক: হাবীব নাজ্জার ( আলে ইয়াসীনের মুমিন ব্যক্তি) যিনি বলেছিলেন: হে আমার জাতি! আল্লাহর রাসূলের আনুগত্য কর; হিযকীল ( ফিরআউন বংশের মুমিন ব্যক্তি) যিনি বলেছিলেন: ঐ ব্যক্তিকে এ কারণেই কি তোমরা হত্যা করতে চাও যে, সে বলে: আমার প্রভু একমাত্র আল্লাহ্ এবং আলী ইবনে আবি তালিব যে তাঁদের সকল হতে উত্তম ও শ্রেষ্ঠ।”

[ আবু নাঈম ইবনে আসাকির আবু ইয়ালী হতে মারফু সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইবনে হাজার তাঁর ‘সাওয়ায়েক’ গ্রন্থের ৯ম অধ্যায়ের ২য় পর্বে ৩০ ও ৩১ নম্বর হাদীস হিসেবে ইবনে নাজ্জারের সূত্রে ইবনে আব্বাস হতে বর্ণনা করে একে মারফু হাদীস বলেছেন।]

تبصرہ ارسال

You are replying to: .